আমুদরিয়া নিউজ: সম্প্রতি নয়াদিল্লিতে ৫২ তম জাতীয় ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তামিলনাড়ু। এই প্রথম বাংলা দল জাতীয় প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিল। গত ১৭ থেকে ২১ মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে সর্বভারতীয় ক্যারম প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন রাজ্যের সেরা ক্যারম খেলোয়াড়রা। সারা ভারত জুড়ে মোট ২৬ টি রাজ্য এবং ১৪ টি ইন্সটিটিউশন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ছিলেন প্রায় ৭০ জন আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়ও। মহিলাদের দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে এক অসাধারণ খেলেছে বাংলার মেয়েরা। তাঁরা গতবারের চ্যাম্পিয়ন দল উত্তরপ্রদেশকে হারিয়ে সেমিতে ওঠে। এত বছরে জাতীয় স্তরে এটাই ছিল বাংলার প্রথম সেমিফাইনাল। সেমিফাইনালে তাঁদের বিরুদ্দে খেলতে নামেন মহারাষ্ট্র। তবে মহারাষ্ট্রের কাছে পরাজিত হয় বাংলা। অবশেষে চতুর্থ স্থান লাভ করে বাংলা। বাংলার দলে ছিলেন কাজল সিং, পাপিয়া বিশ্বাস, আহেলি কংসবণিক, সাথী হালদার, মাম্পি কোদালিয়া, অপরাজিতা সেন। চ্যাম্পিয়ন হয় তামিলনাডু। ছেলেদের দলগত বিভাগেও চ্যাম্পিয়ন হয় তামিলনাডু। এ ছাড়া ছেলেদের ও মেয়েদের ব্যাক্তিগত বিভাগে যথাক্রমে প্রথম স্থান লাভ করেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রশান্ত মোড়ে এবং তামিলনাডুর এল কিরথানা।
