আমুদরিয়া নিউজ : এবার অস্কার পুরস্কারের দৌড়ে বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে জায়গা পেল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ও প্রযোজিত ‘পুতুল’ সিনেমাটি। দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেসের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেই রয়েছে পুতুল-এর নাম। এটিই প্রথম বাংলা ছবি যা জায়গা পেল অস্কারের বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে। গোটা দুনিয়া থেকে ৩২৩ টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘বেস্ট পিকচার’ ক্যাটেগরিতে রয়েছে ২০৭ টি ছবি। সেই তালিকায় থাকা সাতটি ভারতীয় ছবি- পুতুল (বাংলা), কানগুভা (তামিল), আদুজিভাথাম (হিন্দি), সন্তোষ (হিন্দি), স্বতন্ত্র বীর সাভারকার (হিন্দি), অল উই ইমাজিন অ্যাস লাইট (মালায়ালাম-হিন্দি), গার্লস উইল বি গার্লস (হিন্দি-ইংরাজি দ্বিভাষিক)।