আমুদরিয়া নিউজ : ছৌ নাচ দেখে এবার মুগ্ধ হল গোটা দেশের প্রজাতন্ত্র দিবসের দর্শকরা। রবিবার নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসে বাউল-লোকসঙ্গীতের সুর যেমন ছিল পশ্চিমবঙ্গের ট্যাবলোয়, তেমনই ছিল ছৌ নাচ। যা তুলে ধরল বাংলার এক অনন্য লোকসংস্কৃতির ঐতিহ্যকে। কি ছিল না বাংলার ট্যাবলোয়!
ছৌ নাচ, টেরাকোটার মন্দিরের রেপ্লিকা, লক্ষ্মীর ভাণ্ডারের আদলে সাজানো ছিল ট্যাবলোর একাংশ। সাধারণতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণিম ভারত- বিরাসত অর বিকাশ’। এতে বাংলার যে মডেল পাঠানো হয়েছিল তা ভাল লাগে কেন্দ্রের। সেই ট্যাবলো ছিল। সামনের দিকেই ছিল ছৌ মুকুটের আদলে দুর্গাপ্রতিমা। ট্যাবলোর সামনের দিকেই রাখা হয় কলসি, যা লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক। ছিল বাঁকুড়ার পোড়ামাটির তৈরি মন্দিরের রেপ্লিকাও। হাততালি আর হর্ষধ্বনি বুঝিয়ে দিয়েছে বাংলার ট্যাবলো মন কেড়েছে দেশবাসীর।