আমুদরিয়া নিউজ : মঙ্গলবার জাতীয় গেমসে টেবিল টেনিসে পুরুষ ও মহিলা উভয় দলগত বিভাগে জোড়া সোনা জয় করে বাংলা । পুরুষ বিভাগে তাঁরা মহারাষ্ট্রের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে মহিলা দলগত বিভাগে তাঁরা মহারাষ্ট্রকে ৩-১ ব্যবধানে পরাজিত করে। ১১ টি সোনা ১১ টি রূপো ও ১২ টি ব্রোঞ্জ সহ মোট ৩৪ টি মেডেল নিয়ে বর্তমানে মেডেল তালিকায় ১৪ নম্বরে অবস্থান করছে বাংলা।