আমুদরিয়া নিউজ : ট্রেনে যেতে যেতে এক হাতে বিস্কুট খাচ্ছিলেন এক ব্যক্তি। আর আরেক হাতে ক্যামেরা ধরেছিলেন। সামনের সিটে বসা এক খুদে মুখ ফিরিয়ে তাকায় তাঁর দিকে। ওই ব্যক্তি তাঁর প্যাকেট থেকেই একটি বিস্কুট নিয়ে দেন খুদেকে। খুদে বেশ সহাস্যেই বিস্কুট নেয় ব্যক্তির কাছ থেকে। এর পর সে কিছুক্ষণের জন্য আবার মুখ ফিরিয়ে নেয়। তবে একটু পরেই সে আবার মুখ দেখায় ব্যক্তিকে। তার সাধের দুধের বোতলটি নিয়ে দেয় ব্যক্তিকে। বিস্কুটের মালিক বিস্কুটের বিনিময়ে দুধের বোতল নিয়ে কী করবেন বুঝে উঠতে পারেন না। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওর ক্যাপশন, বেস্ট এক্সচেঞ্জ অফার।
