আমুদরিয়া নিউজ : জলের নিচ থেকে হঠাৎ দেখা দিল বিরাট আকৃতির এই ভয়ানক অক্টোপাস। তাকে দেখেই পড়িমড়ি করে সকলে যেদিকে পারল দিল ছুট। ঘটনাটি ওয়াশিংটনের। সমুদ্রতীরে একদল পর্যটক নিজেদের মতো করে ঘুরছিলেন। তাদের মধ্যে কয়েকজন আবার সমুদ্রে নেমে স্নানও শুরু করে দিয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন লক্ষ্য করেন ওই অক্টোপাসটিকে। ছবি দেখার পর বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি প্রশান্ত মহাসাগরের অক্টোপাস। এগুলি আকারে এমনিতেই বিশাল হয়ে থাকে। এর এক একটি হাত প্রায় ২০ ফুটের সমান লম্বা হয়ে থাকে।
