আমুদরিয়া নিউজ : গাছেই ফল ঝুলছে। দেখলেই মনে হবে খাই। তবে ভুল করেও যদি এই ফলের দিকে হাত দিয়েছেন তা হলেই হবে সাক্ষাৎ মৃত্যু। এই গাছের নাম পংপং। দক্ষিণপূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরের দ্বীপ, কুইনল্যান্ড, অস্ট্রেলিয়াতে এই মারণ গাছের সন্ধান মেলে। স্থানীয় বাসিন্দারা এই গাছকে আত্মহত্যার গাছ বলে ডাকেন। এই পংপং গাছের ফলে যে পরিমাণে বিষ থাকে সেটি হঠাৎ করে যে কোনও প্রাণীর হৃদযন্ত্রকে বন্ধ করে দিতে পারে। এতে যে বিষ রয়েছে তা একবার মুখে গেলেই হতে পারে সর্বনাশ।
