আমুদরিয়া নিউজ : রাজ আমলের প্রাচীন তম তল্লিগাছকে ভাই বানিয়ে ভাইফোঁটা দেন আস্থা ফাউন্ডেশনের মহিলা সদস্যরা।
তল্লিগাছের সঙ্গে বসানো প্রতীকী ভাইয়ের কপাল ধুয়ে চন্দনের তিলক এবং ধান দুর্বা এবং ফুল দিয়ে তল্লিগাছকে ফোঁটা দেওয়া হল।
কোচবিহার স্টেশন চৌপথী থেকে রেল গুমটি রোডে রাজ আমলের তল্লিগাছে ভাই ফোঁটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদিন তল্লিগাছকে সুন্দরভাবে সাজিয়ে ভাইফোঁটা দেন বোনেরা
দীর্ঘ কয়েক বছর ধরে সবুজ রক্ষার বার্তা দিতে গাছে গাছে ভাইফোঁটা দেন সংস্থার সদস্যারা।
ভাইফোঁটা উপলক্ষ্যে পথ চলতি মানুষদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।