আমুদরিয়া নিউজঃ কোচবিহারের বটতলা ক্লাব। ৭২ তম বর্ষে এবছর তাদের থিম ‘দ্বিতীয় দুর্গা’। নর শ্রমকে এখানে মর্যাদা দেওয়া হয়েছে। ভাবনায় দুর্গা এখানে পুরুষ রূপী। পুরুষকে তুলনা করা হয়েছে বটগাছের সঙ্গে। দৈনন্দিন জীবনে দুঃখ কষ্ট, যন্ত্রণা, ইচ্ছাকে ভুলে সংসার ও পরিবার সামাল দিতে অক্লান্ত পরিশ্রম করতে হয় পুরুষকে, সেই সব কথা তুলে ধরা হয়েছে।
মন্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে ধূতি, গামছা, বাশেঁর ঝুড়ি, তেলের টিন ইত্যাদি। মন্ডপ টি ভালো লাগবে।