আমুদরিয়া নিউজ : আমরিকার বিদায়ী প্রেসিডেন্টস জো বাইডেন হোয়াইট হাউসে দীপাবলী পালন করলেন। সোমবার ওই আলোর উৎসবে উপস্থিত হন অন্তত ৬০০ জন ভারতীয় বংশদ্ভূত আমেরিকান নাগরিক। বাইডেন তাঁর বক্তৃতায় জানান, তিনি আলোর উৎসবে অংশ নিতে পেরে অভিভূত। তিনি জানান, হোয়াইট হাউসে এত বড় আকারে দীপাবলী অতীতে পালিত হয়নি। অনুষ্ঠানে এবারের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস সহ বিশিষ্ট আমেরিকান ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।
