আমুদরিয়া নিউজ : বর্তমানে সব সরকারি , অর্ধ সরকারি ক্ষেত্রে আধার অপরিহার্য। এবার থেকে প্রাইভেট সংস্থাগুলিও পরিষেবা প্রদানে আধার যাচাই করতে পারবে, বাজেটের পর এমনই ঘোষণা জারি হয়। নাগরিকদের পরিষেবা প্রদান সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।