আমুদরিয়া নিউজ : বাজেট অধিবেশনে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। নতুন করকাঠামো অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনও আয়কর দিতে হবে না। তবে এই রোজগারের মধ্যে মূলধনে লাভ(ক্যাপিটাল গেইন) থাকলে সে ক্ষেত্রে এই ছাড় দেওয়া হবে না। নতুন নিয়ম অনুযায়ী, ০ থেকে ৪ লক্ষ টাকা আয়ে কোনও কর দিতে হবে না, ৪-৮ লক্ষ রোজগারে ৫ শতাংশ কর, ৮-১২ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ, ১২-১৬ লক্ষ রোজগারে ১৫ শতাংশ, ১৬-২০ লক্ষ রোজগারে ২০ শতাংশ, ২০-২৪ লক্ষ টাকা পর্যন্ত ২৫ শতাংশ কর এবং ২৪ লক্ষ টাকার বেশি রোজগারে করের হার হবে ৩০ শতাংশ।