আমুদরিয়া নিউজ : বিগ বস ১৮ এর শোয়ে জ্যান্ত গাধা নিয়ে চমক লাগানোর চেষ্টা করেছিলেন উদ্যোক্তারা। সলমন খানকেও দেখা গিয়েছে গাধার পাশে। তা নিয়ে পশুপ্রেমীরা আপত্তি তোলেন। খোদ মেনকা গান্ধী বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তাড়াতাড়ি করে গাধাটিকে সেট থেকে সরিয়ে দিয়েছেন তারা।
