আমুদরিয়া নিউজ : এবার থাইল্যান্ডে বাছাই শপিং মল, বিনোদন কেন্দ্রে জুয়া খেলার মানে ক্যাসিনো বৈধ করতে চলেছে সে দেশের সরকার। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১৩ জানুয়ারি এই বিষয়ে একটি বিল অনুমোদন করেছে সে দেশের মন্ত্রিসভা। মূলত পর্যটন ও অর্থনীতিকে চাঙ্গা করতেই সরকারিভাবে জুয়া খেলার অনুমতি দেওএয়া হবে বলে জানানো হয়েছে। তবে বিলটি আইনে পরিণত হতে কিছুটা সময় লাগবে। এতে অবৈধ জুয়ার আসর বন্ধ হবে বলে সে দেশের সরকার মনে করছে।
