আমুদরিয়া নিউজ : গত ২০১৭ সালের জুন মাসে রাজ্যে মন্ত্রিসভার বৈঠকের দিন পাহাড়ে তুমুল অশান্তি হয়। ১৩ অক্টোবর দার্জিলিংয়ের শিরুবাড়ির জঙ্গলে গুরুংয়ের সন্ধান চলাকালীন মোর্চা সমর্থকদের গুলিতে হত হন দার্জিলিং সদর থানায় এসআই অমিতাভ মালিক। সেই খুনের মামলায় মূল অভিযুক্ত বিমল গুরুং জামিন পেলেন।
কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে।