আমুদরিয়া নিউজ : বীর বীরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজিত হলো কুমারগ্রাম ব্লকের এন কে এস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বরাইক, সমাজসেবী বিনোদ কুমার মিঞ্জ সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন বীর বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংসদ সহ অন্যান্য উপস্থিত ব্যক্তিগন। পাশাপাশি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন সকলে। এন কে এস গ্রাম পঞ্চায়েত প্রধান করম চাঁদ লোহারা জানান সাংসদ এদিনের কর্মসূচির শুভ সূচনা করেন। আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের মাদল এর তালে ও নাচের মাধ্যমে অতিথিদের বরন করে নেওয়া হয়। অনুষ্ঠান শুরুর আগে এলাকার স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালি। গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরে পঁচিশ জন পুরুষ ও ষোলোজন মহিলা সহ মোট একচল্লিশ জন রক্তদান করেন। সন্ধ্যায় আয়োজিত হয় নৈশ ক্রিকেট টুর্নামেন্ট। প্রধান বলেন বীর বীরসা মুন্ডার আদর্শকে অনুসরন করে সমাজ গঠনের লক্ষ্যে সকলে এগিয়ে যাবে এই আশা তিনি রাখেন।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম