আমুদরিয়া নিউজঃ আজ বীরসা মুন্ডার ১৪৯ তম জন্ম বার্ষিকী। সারা দেশের পাশাপাশি কোচবিহারেও পালিত হল তাঁর জন্মদিন। এদিন কোচবিহার আদিবাসী সমাজের শাখার পক্ষ থেকে শহরের রবীন্দ্র ভবনে বীরসা মুন্ডার জন্মদিন উদযাপন করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
তিনি বলেন, সরকার আদিবাসীদের অধিকার রক্ষা ও উন্নয়নের জন্য অনেক কাজ করছে। আদিবাসী সমাজের তরফে জানানো হয়েছে, আজকে জন্ম বার্ষিকীতে বীরসা মুন্ডাকে স্মরণ করার একটাই লক্ষ্য আদিবাসীদের জল, জমি, জঙ্গল অধিকারের আন্দোলনকে আরও সুদৃঢ় করা।