আমুদরিয়া নিউজ : বুধবার সকালে একটি বাইসন জঙ্গল থেকে বেরিয়ে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নাংডালা চা বাগানে ঢুকে পড়ে। বাইসনটি ছোটাছুটি শুরু করে। তখন জখম হন দুজন। তাদের নাম শান্তি তিরকি ও নিতেশ ওঁরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দলগাঁও রেঞ্জের বন কর্মীরা। বন কর্মীরা চেষ্টা করছেন বাইসনটিকে জঙ্গলে ফেরাতে। দুপুরের দিকে বাইসনটি ডিমডিমা চা বাগানে ঢুকেছে। এদিকে আহতদের বীরপাড়া রাজ্য জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।