আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রীর ক্ষমতায় এমন ঘটনা ঘটবেই। যোগী-রাজ্যে ঘটলে আদালত পর্যন্ত যেতে হত না। আলিপুরদুয়ারে সাত বছরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এমনই ‘এনকাউন্টার’ তত্ত্ব দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে নিহত নাবালিকার বাড়িতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে একই কথা বলতে শোনা যায় দার্জিলিং সাংসদ রাজু বিস্তাকে। রাজ্য পুলিশ তৃণমূলের দাস। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মানুষের পুলিশ হবে, কোনও দলের নয়- এমনই বলেন তিনি। তাঁর এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েন না তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক।