আমুদরিয়া নিউজঃ ইভিএমের দুটি বোতাম সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল কোচবিহারের সিতাইয়ের একটি বুথে। সিতাইয়ের ভোগদহ আদাবাড়ি এসএসকের ৬ এর ২ নম্বর বুথের ঘটনা। বাম ও বিজেপি প্রার্থীর নাম ও প্রতীকের উপর সেলোটেপ লাগিয়ে দেওয়া অভিযোগ উঠেছে।
বিজেপি প্রার্থী দীপক রায় ওই বুথে ঢুকে ইভিএম থেকে সেই সেলোটেপ খুলে নেন। তিনি ওই বুথের প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য ভোট কর্মীদের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। রাজনৈতিক উদ্দেশ্যে এই কান্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী দীপক রায়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ ওই বুথে উত্তেজনা ছিল।