আমুদরিয়া নিউজ : কোচবিহার সিতাই বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়ের মনোনয়ন বাতিলের অভিযোগ জানাল বিজেপি। মঙ্গলবার ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায় রিটার্নিং অফিসারের কাছে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের অভিযোগ জানান। এর আগে বামফ্রন্ট ও কংগ্রেসের তরফে একই অভিযোগ করা হয়। এদিন বিজেপি প্রার্থী অভিযোগ করেন, তৃণমূল প্রার্থী তার স্বামী সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নাম উল্লেখ করেননি। অথচ দিন কয়েক দিন আগে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা প্রচারে এসে জানিয়ে ছিলেন সঙ্গীতা রায় সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী। বিজেপি প্রার্থী দীপক রায় আরও জানান, গত পঞ্চায়েত নির্বাচনে সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। তখন তার হলফনামায় তার স্বামী নাম জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উল্লেখ করেছিলেন। সেই কারণে তারা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানালেন। প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় অবশ্য এখনই কিছু বলতে রাজি নন বলে জানা গিয়েছে।