আমুদরিয়া নিউজ : ভোটারদের আস্থা ফিরিয়ে তাদের ভোট কেন্দ্র মুখি করতে নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণের দাবি জানালো বিজেপি। এরই সঙ্গে ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী রাখা, কুইক রেসপন্স টিমের সময় মতো কাজ করা, ভোট কেন্দ্রের ভিতরে ও ২০০ মিটারের মধ্যে যাতে সমাজ বিরোধী বা কোনো ব্যক্তি না থাকেন তা দেখা ইত্যাদি আরও কিছু দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। রবিবার কোচবিহার জেলা বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে জানান দলের অন্যতম নেতা বিরাজ বোস। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন সহ অন্যান্যরা।
এদিনের সাংবাদিক বৈঠকে তারা জানান, সিতাই বিধানসভা উপ নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় জেলা সাধারণ অবজারভার ও পুলিশ অবজারভারের কাছে কিছু দাবি সম্মিলিত পত্র জমা দিয়েছেন। এদিনের বৈঠকে সেই সব বিষয়ে সকলকে অবহিত করা হল।
বিজেপি নেতারা আরও বলেন, সিতাইয়ের অনেক স্পর্শকাতর এলাকা রয়েছে। ওই সব এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করে মানুষের সঙ্গে জন সংযোগের মাধ্যমে ভোট দানের মৌলিক অধিকার সম্পর্কে আশ্বস্ত করতে হবে। কোচবিহারের সাংসদ সিতাই বিধানসভার অনেক জায়গায় প্রচারে গিয়ে নানা রকম হুমকি সুরে বক্তব্য দিচ্ছেন বলেও এদিন অভিযোগ করেন বিজেপি নেতারা।