আমুদরিয়া নিউজঃ মাদারিহাট বিধানসভা উপ নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগগা। বুধবার ভোট চলাকালীন বিজেপি প্রার্থীর উপর হামলা সহ আরও অনেক অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন সাংসদ। এদিন রাতে মাদারিহাট বিধান সভা উপ নির্বাচনে দলীয় প্রার্থী রাহুল লোহারকে পাশে বসিয়ে বীরপাড়া বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন মনোজ টিগগা।
তার অভিযোগ, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। তারা বুঝতে পেরেছে মানুষ তাদের পাশে নেই। তাই ভয়ভীতি প্রদর্শন করে, লক্ষী ভান্ডার, বার্ধক্য ভাতা ইত্যাদি সরকারি সুযোগ বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে ভোটে জেতার চেষ্টা করছে। বিজেপি প্রার্থীকে হেনস্থা করা হয়েছে। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানান সাংসদ মনোজ টিগগা। এত কিছুর পরও মানুষ বিজেপির পাশেই থাকবে বলে তিনি জানান। সেই সাথে তিনি বলেন, এবারের উপ নির্বাচনে জিতে বিজেপি মাদারিহাটে হ্যাট্রিক করবে।