আমুদরিয়া নিউজ: দিল্লি বিধানসভায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। গত বুধবার দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়। সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক নম্বর হল ৩৬। আজ ভোটগণনা শুরু হয়েছে সকাল থেকে। যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে বিজেপি ম্যাজিক ফিগার পেরিয়ে যাচ্ছে। আম আদমি পার্টি মানে আপ অনেকটাই পিছিয়ে। কংগ্রেস ১টা বা ২টো আসন পাবে কি না তা নিয়েও কৌতুহল তুঙ্গে। প্রায় ২৭ বছর পরে বিজেপি দিল্লি বিধানসভা দখল করবে।