আমুদরিয়া নিউজ : পর্যপ্ত পুলিশ নেই, এই যুক্তিতে মালদহ জেলার গাজোল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। ২৩ মার্চ ভোট হওয়ার কথা ছিল। ভোট বন্ধ করায় বিজেপির তরফে সোমবার বিক্ষোভ সমাবেশ দেখিয়ে সমবায় সমিতি বন্ধ করে দেওয়া হয়। সমবায় সমিতির ব্যাংকের গেটের সামনের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। অভিযোগ, সমবায় সমিতির ম্যানেজারসহ কর্মীদেরকে বিজেপি মহিলা নেতৃত্বরা টেনে হিঁচড়ে অফিস থেকে বার করে বন্ধ করে দেওয়া হয়। মহিলারা পুলিশকে ব্যাংকের ভেতর থেকে টেনে নামানোর চেষ্টা করে বলে অভিযোগ। গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, এলাকায় বিজেপি শক্তিশালী বলে তৃণমূল ভয় পেয়েছে। তিনি জানান, ভোট প্রক্রিয়া চালু না হওয়া অবধি এলাকাবাসী সমবায় সমিতি বন্ধ রাখাবে।
