আমুদরিয়া নিউজ : কার্শিয়াং ডিভিশনের চিমনি থেকে বাগোড়া যাওয়ার রাস্তায় কুচকুচে কালো প্রাণীকে দেখতে পেয়ে তাঁর ছবি ক্যামেরাবন্দি করেন এক গাড়ির চালক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। কার্শিয়াং বন বিভাগ জানিয়েছে, ব্ল্যাক প্যান্থার ভারতে দেখা যায় না। মূলত দক্ষিণ আমেরিকায় দেখা যায়। এটি মেলানিস্টিক লেপার্ড (Melanistic Leopard), যাকে কালো চিতাবাঘ বলা হয়। তবে সচরাচর হিংস্র হয়ে ওঠে না এই প্রজাতির চিতাবাঘ।
কার্শিয়াংয়ের জঙ্গলে একাধিক কালো চিতাবাঘ রয়েছে। স্থানীয়দের সচেতন করতে তিনি জানান, খুব ভোরে অথবা সন্ধের পরে একা জঙ্গলে না যাওয়াই ভাল। সেই সঙ্গে জঙ্গলের পাশে আমিষ আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করেছেন বাসিন্দাদের।