আমুদরিয়া নিউজ : ফেক আই ডি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে মধ্যবয়সী মহিলা ও কমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশের বেরিলির ইজ্জতনগর এলাকার ঘটনা।
ধৃতদের নাম দিলশাদ জামালি, নৌশাদ ও আমন। প্রথমে দুজনকে পুলিশ ঘরে। জেরা করে জানতে পারে দিলশাদের নাম। এর পরে পুলিশ সোমবার তাকে ধরে। কয়েকটি ভুয়ো আঁধার কার্ড উদ্ধার হয়েছে। একাধিক মোবাইলও মিলেছে। এরা বন্ধুত্ব পাতিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও করে নিত। তার পরে ব্ল্যাকমেল করত।