আমুদরিয়া নিউজঃ ওরা দৃষ্টিহীন। তাই বলে কি ঐতিহ্যবাহী রাসমেলার আনন্দ থেকে বঞ্চিত থাকবে তারা। প্রতি বছরের মতো এবারও স্কুল কর্তৃপক্ষ ও জেলা পুলিশের উদ্যোগে দৃষ্টিহীন পড়ুয়াদের রাসমেলা ঘোরানো হল। শীতের দুপুরে রাসমেলার অনুভূতি নিল তারা। মঙ্গলবার দুপুরে সুশৃঙ্খলভাবে একে অপরের পিঠে হাত দিয়ে লাইন করে মেলা ঘোরে দৃষ্টিহীন পড়ুয়ারা। প্রথমে তারা মদনমোহন মন্দিরে রাসচক্র ঘুরিয়ে রাসমেলার সার্কাস ময়দান, এমজেএন স্টেডিয়াম, নাগরদোলা এলাকা সহ মেলা পরিক্রমা করে।
এরপর কিছু কেনাকাটা করে এবং পছন্দের খাবারের স্বাদ নেয়। দৃষ্টিহীন পড়ুয়াদের সহযোগিতার জন্য এবং তাদের নিরাপত্তা দিতে পুলিশ কর্মীরা পাশে ছিলেন। রাসমেলার অনুভূতি নিয়ে খুশিতে মাতল অনুভব, গৌতমরা। স্কুলের অধ্যক্ষ বিধূর চন্দ্র রায় জানান, ওরা চোখে দেখে না। ওরা ফিলিংস নিতে পারে। প্রতি বছর প্রশাসনের সহযোগিতায় এই স্কুলের পড়ুয়াদের রাসমেলা ঘোরানো হয়। আজকে তাদের মেলায় ঘোরানো হচ্ছে। তারা কিছু কেনাকাটা করে। তারপর ওদের পছন্দের খাবার খাওয়ানো হয়।