সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ১৪ ডিসেম্বর: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম আলিপুরদুয়ার রাজ্য সড়কে কামাখ্যাগুড়ি ঘোড়ামাড়া লেভেল ক্রসিং এ ফ্লাই ওভার নির্মানের দাবিতে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার আয়োজিত হয় এক সভা। কামাখ্যাগুড়ি ঘোড়ামাড়া রেলগেটের পাশে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, দলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গোলাপ রায়, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা সহ অন্যান্য নেতৃত্ব ও এলাকার সাধারন মানুষ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ চিক বরাইক বলেন কামাখ্যাগুড়ির উন্নয়ন এর প্রধান প্রতিবন্ধক এই রেল গেট। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই রেলগেটে একটি ফ্লাই ওভার নির্মানের দাবি জানিয়ে আসছেন। কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির জন্য এখানে ফ্লাই ওভার নির্মান হচ্ছেনা।
কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনার যে নীতি গ্রহন করেছেন তার ফলে এই ফ্লাই ওভার নির্মান না করে এলাকাবাসীকে বঞ্চিত করে রেখেছেন কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার এন ও সি দিচ্ছেনা বলে এখানে ফ্লাই ওভার নির্মান হচ্ছেনা বলে কেন্দ্রের শাসক দল প্রচার করছে। প্রকাশ চিক বরাইক বলেন রাজ্য সরকার এন ও সি দিয়ে দিয়েছে তা সত্বেও কেন্দ্রের রেল মন্ত্রক ফ্লাই ওভার নির্মান এর উদ্যোগ গ্রহন না করে নোংরা রাজনীতি করে চলেছে। প্রকৃত তথ্য জনগনের সামনে তুলে ধরে দ্রুত ফ্লাই ওভার নির্মানের দাবিতে সাধারন মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এদিনের সভা বলে জানান প্রকাশ চিক বরাইক।