আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা কুমারগ্রাম রাজ্য সড়কের ভেঙে যাওয়া অংশ মেরামতের দাবিতে পথ অবরোধ করলেন ব্যবসায়ীরা। বারোবিশা চৌমাথায় একত্রিশ সি জাতীয় সড়ক থেকে বেরিয়ে রাজ্য সড়কটি কুমারগ্রাম হয়ে ভুটান সীমান্ত পর্যন্ত বিস্তৃত। বারোবিশা চৌমাথা থেকে উত্তর দিকে রাজ্য সড়কের প্রায় চারশো মিটার অংশ প্রতি বছর বর্ষার সময় জল জমে ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। জল জমার কারণ, হিসাবে ব্যবসায়ীরা জানান দুহাজার এগারো সালে একত্রিশ সি জাতীয় সড়ক চার লেনে সম্প্রসারিত হয়। এই সম্প্রসারণের ফলে রাজ্য সড়কের পশ্চিম দিকে থাকা জল নিকাশির গভীর ও চওড়া কাচা নালাটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রতি বর্ষায় এই চারশো মিটার অংশটিতে এক হাঁটু জল জমে। প্রতি বর্ষায় পিচ ঢালা রাস্তার চারশো মিটার অংশ ভেঙে যায়। রাজ্য পূর্ত দফতর বালি পাথর ফেলে ভাঙা অংশটিকে সাময়িক সংস্কার করে। কিন্তু, এবার বর্ষা শেষ হয়ে গেলেও রাজ্য পূর্ত দফতর রাস্তাটি সংস্কার না করায় রাস্তার ধূলোয় সকলে অতিষ্ঠ। দুপাশে থাকা দোকানের পণ্য সামগ্রী নষ্ট হচ্ছে। সর্দি কাশি ও এলার্জিতে ভুগছেন অনেকে। তাই রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল নটা থেকে পথ অবরোধ শুরু করেন তারা। অবরোধের জেরে ব্যহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কুমারগ্রামের জয়েন্ট বিডিও এবং কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ। পুলিশ-প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম