আমুদরিয়া নিউজ : বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে পুরসভা, পঞ্চায়েতের মতো স্বশাসিত বোর্ডের ভোট আগে করা হলে তা মানবে না বিএনপি। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি-র যুক্তি, দেশের মানুষ আগে জাতীয় নির্বাচন চায়। তার পরে সরকার গঠন হলে তাদের তদারকিতে স্বশাসিত বোর্ডের ভোট করা উচিত। অন্তর্বর্তী সরকারের স্বশাসিত বোর্ডের বোট করানোর এক্তিয়ার নেই বলে বিএনপি মনে করে।
কদিন আগে জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় নানা বোর্ড নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস। কারণ, বাংলাদেশে পালাবদলের পরে চট্টগ্রাম ছাড়া ১১টি সিটি কর্পরেশন, ৩৩১টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ ও সব জেলা পরিষদেই জনপ্রতিনিধি নেই। কেউ ইস্তফা দিয়েছেন. কেউ পলাতক।