আমুদরিয়া নিউজ : দক্ষিণ গাজায় বালিতে চাপা পড়ে থাকা রেড ক্রিসেন্ট, জাতিসংঘ এবং প্যালেস্তানীয় সিভিল ডিফেন্সের ১৫ জন সাহায্য কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। জাতিসংঘের সাহায্য প্রধান টম ফ্লেচার জানান, জীবন বাঁচাতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে তাঁরা নিহত হয়েছেন। তাঁরা এর জবাব এবং ন্যায়বিচারের দাবি করেন।
