আমুদরিয়া নিউজ : এ যেন একদম কোনও সিনেমা। ঠিক সিনেমায় যেমন করে খুন করে দেহ লুকিয়ে ফেলা দেখানো হয় একদম সেরকম ঘটনা। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁর স্বামীকে খুন করে কেটে টুকরো টুকরো করে তার দেহের ১৫টি টুকরো একটি ড্রামে পুঁতে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ। ঘটনাটি ৪ মার্চের উত্তরপ্রদেশের মিরাটের। মঙ্গলবার দেহটি উদ্ধার হয়। ঘটনায় জড়িত সৌরভ রাজপুতের স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লাকে জেল হেফাজতে রাখা হয়েছে।