আমুদরিয়া ডেস্ক: উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন কানাডায়। ৪ দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হল পাঞ্জাবের আপ নেতার কন্যার দেহ।কানাডার অটোয়া শহরের যে কলেজে তিনি পড়তেন, সেই কলেজের কাছেই একটি সমুদ্রসৈকতে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম বংশিকা সাইনি (২১)। তাঁর বাবা দেবেন্দর সিং আম আদমি পার্টির (আপ) নেতা।
পাঞ্জাবে স্কুলজীবন শেষের পর প্রায় আড়াই বছর আগে অটোয়ায় পাড়ি দেন তিনি। পড়াশোনা করছিলেন সেখানকার এক কলেজে। অটোয়া পুলিশ সূত্রে খবর, গত ২৫ এপ্রিল আচমকাই নিখোঁজ হয়ে যান বংশীকা। শত চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। নানা জায়গায় তল্লাশির পর সমুদ্র সৈকত থেকে বংশিকার দেহ উদ্ধার করা হয়। কানাডায় ভারতীয় দূতাবাস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কী কারণে বংশীকার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দূতাবাসের তরফে জানানো হয়েছে, স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।