আমুদরিয়া নিউজ : ২২ বছর বয়সী কেরালার ছাত্রী সান্ত্রা সাজু নিখোঁজ হয়েছিলেন স্কটল্যান্ডে। তিনি সেখানে পড়াশোনা করতেন। প্রায় এক মাস বাদে গত সোমবার তাঁর দেহ মিলেছে স্কটল্যান্ডের একটি নদীতে। এডিনবার্গ এর হিরিওট-ওয়াট কলেজের পড়ুয়া সান্ত্রা সাজু গত ৬ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। তদন্ত শুরু হয়েছে।