আমুদরিয়া নিউজ : গত সোমবার জলপাইগুড়ি জেলার মন্তদারী গ্রামের ধানক্ষেতের পাশে একটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা বেলাকোবা ফরেস্ট রেঞ্জারদের খবর দেয়। ফরেস্ট রেঞ্জারদের বক্তব্য হাতিটি ট্রাকের ধাক্কায় মারা গেছে কিন্তু হাতিটির দাঁত না থাকায় এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে নাকি এই বিষয়েও তারা চিন্তিত।
এদিকে গ্রামবাসীদের অভিযোগ হাতিরা প্রায়ই গ্রামে হানা দেয়, ফসল নষ্ট করে, এই কারণে গ্রামবাসীদের প্রায়ই চিন্তায় ঘুমহীন রাত কাটে। এই বিষয়ে বনবিভাগকে জানিয়েও কোনো লাভ হয়নি এমনই বক্তব্য গ্রামবাসীদের। এখন মৃত হাতিটির ময়নাতদন্ত চলছে এমনটাই সূত্রের খবর।