আমুদরিয়া নিউজ : বুধবার ভোরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি ক্যাব থেকে ট্রলি ব্যাগে ভরা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, চালককে দুজন যাত্রী অন্ধকার, নির্জন এলাকায় নামাতে বললে তাঁর সন্দেহ হয়। সে বিষয়টি পুলিশকে জানালে মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, মৃত ব্যক্তি রাজস্থানের বাসিন্দা। তদন্ত চলছে।
