আমুদরিয়া নিউজঃ বোল্লা কালী মায়ের পুজোর আর কয়েক দিন বাকি। এবছর ২২ নভেম্বর হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা কালী পুজো। এই পুজোকে ঘিরে চার দিন ধরে চলবে মেলা। তার আগে বোল্লা মায়ের ভোগ তৈরিতে ব্যস্ত গঙ্গা রামপুরের বাতাসা কারখানার কর্মীরা। ভাইফোঁটার পর থেকে কাজ শুরু হলেও পুজোর দিন যত ঘনিয়ে আসে ব্যস্ততা চরমে পৌঁছায়। মায়ের ভোগের জন্য বাতাসা, কদমা, খাগড়া প্রস্তুত করতে হয় কুইন্টাল কুইন্টাল। তাই দিন রাত এক করে কাজ চলছে জোর কদমে।
এই পুজো ঘিরে চার দিন মেলা চলবে। উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই পুজোতে কয়েক লক্ষ ভক্ত সমাগম হয়। মেলা জমজমাট হওয়ায় বেচাকেনা ভালো হয়। বাতাসা কারখানার মালিক বলেন, বোল্লা মায়ের আশীর্বাদে আশাকরি মেলায় ব্যবসা ভালো হবে। ৩০-৪০ কুইন্টাল বাতাসা, কদমা ইত্যাদি নিয়ে দোকান দিব। ১০-১২ জন কর্মী অক্লান্ত পরিশ্রম করে এইসব তৈরি করছেন। উল্লেখ্য প্রতি বছর রাসপূর্ণিমার পরের শুক্রবার বোল্লা কালী মায়ের পুজো হয়। এই পুজো উপলক্ষ্যে বিশাল মেলাও বসে।