আমুদরিয়া নিউজ : তিরুপতি কৃষি বিশ্ববিদ্যালয়ে ইমেল বার্তায় বোমা হামলার হুমকি। বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির আইডি থেকে পাঠানো ইমেল অনুযায়ী, মাদুরাই জেলার মুরুগান মন্দির এবং সিকান্দার দরগাহের প্রতিশোধ নিতেই এই বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল। কর্তৃপক্ষ তদন্ত করছে।
