আমুদরিয়া নিউজ : একযোগে বেঙ্গালুরুর তিনটি কলেজে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ই মেল করা হতেই আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার বোমার হুমকি পাওয়ার পর বেঙ্গালুরুর শীর্ষস্থানীয় তিনটি কলেজ, বিএমএস কলেজ, এমএস রামাইয়া কলেজ এবং বিআইটি কলেজ চত্বরে হাই অ্যালার্ট জারি হয়েছে।
পুলিশ জানায়, বেলা ১ টার দিকে ইমেলের মাধ্যমে বোমার হুমকি আসে। কোন আইডি থেকে মেল এসেছে তা পুলিশ খুঁজছে।