আমুদরিয়া নিউজ : ভারত ১৯৭৫ সালে প্রথম হকি বিশ্বকাপ জিতেছিল। এই ঐতিহাসিক কৃতিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য ১৭ মার্চ ঐতিহাসিক বিজয় সম্পর্কে একটি বই প্রকাশিত হয়েছে। মার্চ অফ গ্লোরি নামের বইটি লিখেছেন হকি ইতিহাসবিদ এবং এনজিও ওয়ান থাউজেন্ড হকি লেগস (ওটিএইচএল) এর প্রতিষ্ঠাতা কে. আরুমুগাম এবং সাংবাদিক এরোল ডি’ক্রুজ। বইটিতে ১৯৭৫ সালের ১৫ মার্চ কুয়ালালামপুরে ভারতের জয়ের নাটকীয়তা তুলে ধরা হয়েছে। খেলোয়াড়দের ম্যাচের বিবরণ সহ ২৫০ টিরও বেশি দুর্লভ ছবি রয়েছে এই বইটিতে।
