আমুদরিয়া নিউজঃ সমাজসেবী হিসেবে কোচবিহারের মানুষ তাকে চেনেন। এবার তার একটি নতুন ভাবনা শহরবাসীর প্রশংসা পেল। কোচবিহারের বাইক অক্সিজেন ম্যান শংকর রায় তার ৪৭ তম জন্মদিনটি অন্যভাবে পালন করলেন। এদিন তিনি কোচবিহার রাসমেলা ময়দানে বই মেলায় গিয়ে সেখানে আসা স্কুল পড়ুয়া কিছু শিশুদের বই উপহার দেন। শিশুদের হাতে এদিন তিনি কোচবিহারের ইতিহাস ও বীর চিলা রায় সম্পর্কিত বই তুলে দেন। বই উপহার দিয়ে তিনি বই পড়ার জন্য শিশুদের উৎসাহিত করেন। মোবাইল নিয়ে মাতামাতি না করে শিশুরা যাতে বই পড়ে সেই কথা বলেন।
এদিন তিনি শিশুদের হাতে কেক, চকলেটও তুলে দেন। এসব পেয়ে বই মেলায় আগত শিশুরা খুব খুশি। এই বিষয়ে ফালাকাটা কুঞ্জনগর সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের আচার্য প্রসেনজিৎ বর্মন জানান, চতুর্থ শ্রেণী থেকে যারা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে অন্য স্কুলে সেই সব ছাত্রছাত্রীদের নিয়ে আজ কোচবিহারের রাজবাড়ি সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখাতে নিয়ে আসা হয়েছে। তাদের বই মেলাতেও নিয়ে আসা হয়েছে। এই ব্যক্তি একক উদ্যোগে শিশুদের বই উপহার দিচ্ছেন। বই পড়ার জন্য শিশুদের অনুপ্রাণিত করছে ন। এই ধরণের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। বর্তমান সময়ে বই পড়ার প্রতি ঝোঁক ক্রমশ কমছে, তাই শিশুদের বই মুখী করার তার এই প্রয়াস প্রশংসনীয়।