আমুদরিয়া নিউজ: কোচবিহার সাগরদিঘিতে মিলল এক বই ব্যবসায়ীর দেহ। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম রাজু ভৌমিক। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি কোচবিহার ১২ নম্বর ওয়ার্ডের তল্লিতলায়। মৃত রাজু ভৌমিক বেশকিছুদিন যাবৎ অবসাদে ভুগছিলেন বলে পরিবার এবং প্রতিবেশী সূত্রে জানা যাচ্ছে। পেশায় তিনি ছিলেন পুস্তক ব্যবসায়ী।
গতকাল রাত থেকে এলাকার কাউন্সিলর সমেত পাড়া প্রতিবেশীরা তার খোঁজ করছিলেন। অবশেষে কোচবিহারের ব্যস্ততম অফিস পাড়া এলাকার সাগরদিঘিতে একটি মানুষের দেহ ভেসে থাকতে দেখে পুলিশকে জানায় প্রত্যক্ষদর্শীরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। সূত্রের খবর মারফৎ জানা গেছে যে, রাজু ভৌমিক একটি সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। তাতে কি লেখা তা পুলিশ খতিয়ে দেখছে।