আমুদরিয়া নিউজ : ভারত, নেপাল, চীনের সীমান্তবর্তী এলাকা জুড়ে বিস্তৃত লিপুলেখ পাস। এই রাস্তা বেয়েই তিব্বত সংলগ্ন কৈলাস ও মানস সরোবরের গতিপথ। প্রথমবার এই পথে বাইক চালিয়ে প্রত্যন্ত লিপুলেখ পাসে পৌঁছে রেকর্ড গড়লেন ‘বর্ডার গার্ল’ নামে পরিচিত ঝাড়খণ্ডের মেয়ে কাঞ্চন উগুরসান্ডি। সীমান্তে টহলরত সেনাদের মনোবল বাড়াতেই দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার পেরিয়ে এই অভিযানের খাতায় নাম লিখিয়েছেন ৩২ বছর বয়সী তরুণী।
কাঞ্চন জানান, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের জিরো পয়েন্টে পা রেখে ইতিমধ্যে হিমালয়ের ২২টি পাস পেরিয়ে এসেছেন। এ বছর কৈলাস ও মানস সরোবর অভিযানের অংশ ছিল এই লিপুলেখ যাত্রা। গত ২ বছর ধরে লিপুলেখ পৌঁছনোর চেষ্টা করেও ধরচুলার কাছে ধ্বসের ফলে ব্যর্থ হয়েছেন ২ বার। তৃতীয় বারে সফল হয়ে দেশের প্রতিটি স্তরে অসম্ভবকে ‘সম্ভব’ করে তোলা সংগ্রামী মেয়েদের উদাহরণ হয়ে উঠেছেন গিরিকন্যা কাঞ্চন।