আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার রাতে দুর্যোগের কারণে ভদ্রকের কানটিকা গ্রামের বাসিন্দাদের সরানো হয়। সে সময়ে শোভা মল্লিককে সরিয়ে নেওয়া হয় দুর্য়োগ মোকাবিলা কেন্দ্রে। তিনি গর্ভবতী ছিলেন। তাঁর প্রসব বেদনা ওঠে রাতে। স্থানীয় স্বাস্থ্যকেন্দের নেওয়া হলে সেখানে তাঁর ছেলে হয়েছে। সেই ছেলের নাম দেওয়া হয়েছে ডানা। মা ও শিশু দুজনেই সুস্থ।
