আমুদরিয়া নিউজ : কোচবিহার বইমেলার আজ শেষ দিন। রাসমেলার মাঠে এই মেলা শুরু হয় ২৩ ডিসেম্বর। এবারের কোচবিহার বইমেলায় ভিড় উপচে পড়ছে ১০২ নম্বর স্টলে। কারণ, এই স্টলে রয়েছে চণ্ডাল বুকস। যে চণ্ডাল বুকস এবার কোচবিহার বইমেলায় ৮ টি বই প্রকাশ করেছে, যে বইগুলির লেখক-লেখিকাগণ কোচবিহারের বাসিন্দা।
এবার কোচবিহার বইমেলায় চণ্ডাল প্রকাশিত বইগুলো হল, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের লেখা উদয়ন গুহ ডট কম। যে বইটি প্রথমে শিলিগুড়িতে উত্তরবঙ্গ বইমেলার দারুণ বিক্রি হয়েছে। সেটি কোচবিহারে সমাদর পাচ্ছে।
দ্বিতীয় বই কবি পাপড়ি গুহ নিয়োগীর লেখা মর্গের খোয়াব। কবির বই শেষ প্রায়।
তৃতীয় বই কবি সুবীর সরকারের অঞ্চলকথা চমৎকার সাড়া পাচ্ছে পাঠকের।
চতুর্থ বই তোর্ষার বোরোলি ও অন্যান্য অণুগল্প
লেখক পার্থ সারথী চক্রবর্তী। ভাল বিক্রি হচ্ছে।
পঞ্চম বই প্রয়াত দেবজ্যোতি রায়ের লেখা মৃতরাই বেরিয়ে পড়ে জীবনের খোঁজে। বিক্রি হচ্ছে ভালই।
ডক্টর দেবলীনা বিশ্বাসের লেখা ফেলানি ও অন্যান্য নাটক বইটি প্রায় শেষ।
অরিন্দম পালের লেখা৷ দেবী বইটিও শেষের পথে।
আর হল হাঁসের মাংস। লেখক কল্যাণময় দাস। এই বইটিও পাঠকের মন কেড়েছে।
সব মিলিয়ে চণ্ডালের স্টল আজও জমজমাট হবে কোচবিহার বইমেলায়।