আমুদরিয়া নিউজ : বাবা ও মেয়ে দুজনেই হোমিওপ্যাথি চিকিৎসক। দুজনেই ভোপালে থাকেন। রবিবার তাঁদের বাড়ি থেকে দুজনের দেহ মিলেছে। বাবা হরিকিষেনের বয়স ৮১ বছর, মেয়ের ৩৬ বছর। মেয়ে মানসিক অবসাদে ভূগছিলেন। বছর চারেক আগে হরিকিষেনের স্ত্রী মারা যান। সেই থেকে তিনি অবসাদে ভূগছিলেন। তিনি আত্মহ্ত্যা করার আগে লিখে গিয়েছেন, তাঁর মেয়েও অবসাদের শিকার ছিলেন। দুজনের দেহ এইমসে দান করার কথা লিখে গিয়েছেন।