আমুদরিয়া নিউজ : দিল্লির এক নাবালিকা তরুণী প্রেমিকের সাথে সহবাসের কারণে গর্ভবতী হযে পড়ে। সোনিয়া নামের কিশোরী তার প্রেমিক সঞ্জুকে বিয়ের জন্য চাপ দেয়। সে গর্ভপাতের জোর দেয়। সোনিয়া রাজি হয়নি। সঞ্জু বিয়ের নাম করে প্রেমিকাকে ডেকে গলা টিপে খুন করে হরিয়ানার রোহতকের জঙ্গলে পুঁতে দেয়।
সোনিয়ার বাড়ির লোকজন গত ২৩ অক্টোবর নিখোঁজ ডায়েরি করান। তার পরে সঞ্জুকে ধরে জেরা করে। তখনই জানতে পারে জঙ্গলে ৪ ফুট গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করেছে। সঞ্জুর এক শাগরেদ গ্রেফতার হয়েছে। আরেকজনকে পুলিশ খুঁজছে।