আমুদরিয়া নিউজ : এবার রাজ্যসভায় সংবিধান নিয়ে আলোচনা প্রসঙ্গে বি আর অম্বেডকরের প্রসঙ্গে ফ্যাশন শব্দটি বলে বিরোধীদের তোপের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিরোধীরা বিষয়টি নিয়ে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই তুমুল হইচই করেন। ফলে, বুধবার সংসদের দুই কক্ষের অধিবেশন বেলা ২টো অবধি স্থগিত হয়ে যায়।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সংবিধান বিতর্কে আলোচনার সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এখন এক ফ্যাশন হয়েছে, তা হল আম্বেডকর, আম্বেডকর, আম্বেডকর। এতবার যদি ভগবানের নাম নিত তা হলে স্বর্গবাস হত। এর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এতবার আম্বেডকরের নাম নেওয়া হলেও তাঁর প্রতি আপনাদের সহানুভূতি কি! সেই সঙ্গে জহরলাল নেহেরুর সঙ্গে মতবিরোধের জেরে বি আর আম্বেডকর যে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন সে কথারও উল্লেখ করেন তিনি।
এর প্রতিবাদে বুধবার সকালে সংসদের বাইরে কংগ্রেস সাংসদেরা বি আর আম্বেডকরের ছবি হাতে নিয়ে অনেকটা সময় বিক্ষোভ দেখান। কংগ্রেসের তরফে সংবিধানের জনক বি আর আম্বেডকরকে অপমান করা হযেছে বলে অভিয়োগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে স্লোগান দেওযা হয়। তবে বিজেপির তরফে দাবি করা হয়েছে, আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দিতেই বিরোধীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের কিচুটা অংশ তুলে হইচই করছেন।