আমুদরিয়া নিউজ : আমেরিকায় স্তন ক্যানসারে মৃত্যুর হার কমছে। কিন্তু, অপেক্ষাকৃত কমবয়সীদের মধ্যে স্তন ক্যানসার বেশি বাড়ছে। আমেরিকান ক্যানসার সোসাইটির একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১২ থেকে ২০২১ এর মধ্যে ২০ বছর থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে স্তন ক্যানসার বেশি ধরা পড়েছে। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে আমেরিকায় স্তন ক্যানসারে মৃত্যুর হার আগের চেয়ে ৪০ শতাংশ কমেছে বলে ওই রিপোর্টে উল্লেখ রয়েছে।